কেওড়াতলা মহাশ্মশানে কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম প্রতিবছরের মতই এবারও চিত্তরঞ্জন দাশের মূর্তিতে মাল্যদান করলেন। সকাল থেকেই এই মাল্যদানে উপস্থিত ছিলেন মালা রায়, দেবাশীষ কুমার থেকে আরম্ভ করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস আমাদের মনে দেশও প্রেম ,চেতনা জাগায়। তাদের স্মরণ করে দিন চলা শুরু হয় প্রত্যেকের। মহানাগরিক এটা স্মরণ করিয়ে দিতে ভুল করলেন না।