: ১৪ বছরের এক কিশোরকে সম্পূর্ণ উলঙ্গ করে গাছে ঝুলিয়ে মারধোর এবং যৌন হেনস্থার অভিযোগ যুবকের বিরুদ্ধে। কিশোরের অপরাধ লাউ ও পালং শাক চুরি করতে দেখে জমির মালিককে সেই ঘটনা বলে দেওয়ায় অভিযুক্ত যুবক কিশোরকে নির্জন জায়গায় ডেকে নিয়ে উলঙ্গ করে কিশোরের পোশাক দিয়ে গাছের সাথে ঝুলিয়ে মারধর এবং যৌন হেনস্তার অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। এই পৈচাশিক ঘটনায় নিন্দার ঝড় এলাকায়। ইতিমধ্যেই যুবককে গ্রেপ্তার করেছে তেহট্ট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার ভারত বাংলাদেশ সীমান্তের বেতাই এলাকায়।
নির্যাতিত কিশোরের বাবা জানান কয়েকদিন আগে ছেলে গ্রামের একটি পুকুর পাড়ে বসে গেম খেলছিল, সেই সময় গ্রামের এক যুবক পুকুরের পাশে এক সব্জী ক্ষেত থেকে লাউ ও পালং শাক চুরি করছে দেখে ফেলে সেই খবর জমির মালিককে বলে দেওয়ার অভিযোগে প্রায় ১৫ দিন আগে ছেলেকে এক নির্জন জায়গায় ডেকে নিয়ে তার শরীরের পোশাক খুলে সেই পোশাক দিয়ে উলঙ্গ অবস্থায় গাছের সঙ্গে ঝুলিয়ে মারধোর এবং যৌন হেনস্তা করে। এবং সেই পৈচাশিক দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে। এই ঘটনার পর ছেলে বাড়ি এসে মনমরা হয়ে থাকে, ঠিকমতো খাওয়া-দাওয়া করে না, এবং সব সময় তার মধ্যে একটি আতঙ্ক লক্ষ্য করা যায়, এই অবস্থার কথা জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। হঠাৎ সুস্থ-সবল ছেলের কি এমন হলো আমরা বারবার জানার চেষ্টা করি। অবশেষে গত মঙ্গলবার আমারই এক শুভাকাঙ্ক্ষী মোবাইলে ধারণকৃত সেই নির্যাতনের ভিডিও আমাকে দেখায়, এরপর ছেলেকে চেপে ধরতেই সমস্ত ঘটনার কথা খুলে বলে। সেদিনই উক্ত নির্যাতন, মারধোর ও যৌন হেনস্তার ভিডিও সহকারে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশে লিখিত অভিযোগ করি।
অভিযোগ পেয়ে তেহট্ট থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে, তাকে তেহট্ট মহকুমা আদালতে নিয়ে গেলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে, দোষ প্রমাণ হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ করা হবে।