৭ কোটি প্রতারণার দায়ে কৃষি সমবায় সমিতির কর্তা ধৃত।দক্ষিণ ২৪ পরগনা।

Spread the love

স্টাফ রিপোর্টার (পাথর প্রতিমা) :: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ দুর্গাপুরে তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তালা লাগিয়ে দিলেন গ্রাহকরা। ক্ষোভে ফুঁসছে দক্ষিণ দূর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উপভোক্তারা।

গত এক সপ্তাহ ধরে তালাবন্ধ সমবায় সমিতির অফিস। সূত্রের খবর ,আপাতত প্রাথমিকভাবে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। রীতিমত গ্রাহকদের চাপে ওই সমবায় সমিতির সম্পাদক ঢোলা হাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে দক্ষিণ দূর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডিরেক্টর স্বপন কপাটকে । ধৃত স্বপনকে কপাটকে ঢোলা হাট থানার পুলিশ মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলে ধৃত স্বপন কপাটকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে প্রতারিতদের দাবি,স্বপন কপাট একা নন, এই দুর্নীতিতে সমিতির আরো অনেক সদস্য যুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্ত করা হোক ।দাবি তুলতে শুরু করেছে সমিতির উপভোক্তারা।

তবে তদন্ত নেমে স্বপন কপাটের বিলাসবহুল জীবনযাত্রা এবং বিলাসবহুল বাড়ি যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই সমবায়ের অডিট করাচ্ছিলেন না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *