:
কলকাতার এজরা স্ট্রিটের ইলেকট্রিকের বাজারে ভয়াবহ আগুন ধরেছে। ঘটনার খবর পেয়ে বেশ কয়েকটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন ধরার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এজরা স্ট্রিটের ইলেকট্রিক মার্কেটে ফাইবার এবং প্লাস্টিক ও রাবারের প্রচুর জিনিসপত্র মজুত রয়েছে। যার ফলে আগুন খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে। কলকাতা লালবাজার এর পেছনের দিকটাতেই এই বৈদ্যুতিন সরঞ্জামের মার্কেট। সন্ধ্যাবেলা আগুন ধরার ঘটনা ঘটার ফলে, ওই রকম ঘিঞ্জি বাজারে লোকজনের জমায়েত সেরকম ছিল না। তবে অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল। তবে বাজারটি এতটাই ঘিঞ্জি এলাকায়, যার ফলে বেশিরভাগ অংশে দমকলের কর্মীদের পৌঁছতে অসুবিধা হচ্ছে।। ইতিমধ্যে ঘটনাস্থলে দশটি দমকলের ইঞ্জিন পৌঁছেছে।তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায় নি।