স্টাফ রিপোর্টার :আবার মাদক মিশ্রিত কাফ সিরাপ উদ্ধার করল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স ।প্রায় আট কোটি টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক মিশ্রিত কাফ সিরাফ উদ্ধার করল বেঙ্গল এস টি এফের শিলিগুড়ি ইউনিট।৩১শে অক্টোবর-১লা নভেম্বর রাতে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের।এই সন্দেহে লরিটি আটকায় পুলিশ। গাড়িটি শিলিগুড়ির
বিধাননগর এলাকায় তল্লাশি চালিয়ে মুরুলি গাছ ফরেস্ট চেকপোস্টের কাছে বেঙ্গল এসটিএফ টিম গাড়ির ভেতরে প্রচুর কাফ সিরাপ মজুত দেখে।সঙ্গে সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। বাজেয়াপ্ত হয় প্রায় আট কোটি টাকার নিষিদ্ধ মাদকমিশ্রিত কাফ সিরাপ ( ESKUF)।এই ব্র্যান্ডের কাফ সিরাপ নিষিদ্ধ রয়েছে।এটি মূলত নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করে। আটক পাচারে ব্যবহৃত ট্রাক। NDPS আইনে মামলা রুজু হয়েছে ফাঁসিদেওয়া থানায়।
Staff reoprter:In the intervening night of 31st Oct-1st Nov, 24, based on a secret information a team of the Siliguri unit of the Special Task Force, West Bengal held a raid near Muruligachh Forest Check Post in Bidhannagar area of Fansideoa Police Station and recovered a huge quantity of contraband cough syrup.
The STF WB team in this connection arrested one involved person namely Abu Taher, 36 years of Chirang, Assam. Total quantity of seized contraband is more than fifty-four ( 54 ) thousand bottles of contraband Cough Syrup named ESKUF. The approximate market value of the seized contraband is eight crore rupees.
The truck carrying the contraband has also been seized.
Over this matter a police case has been started at Fasideoa Police Station under N.D.P.S. Act.
It has been learnt that the arrested person is part of an inter-state narcotic smuggling racket. The contraband was clandestinely being taken towards Assam from Jharkhand under cover of huge quantity of marble powder ( wall putty ) in the truck.