হঠাৎ করেই বাজার এলাকায় ট্রান্সফরমারে আগুন।চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গড়িয়া স্টেশন এলাকার ঘটনা।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : গড়িয়া স্টেশন এলাকাতে হঠাৎ করে আজ সন্ধ্যায় ট্রান্সফরমারে আগুন লেগে যায়। পাশেই রয়েছে প্রচুর দোকান। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ট্রান্সফরমারের আগুনের সঙ্গে শুরু হয় বিস্ফোরণ। খবর পেয়ে দমকল এসে আগুন নেভায়। তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ট্রান্সফরমারটি নিয়ে রীতিমত প্রথম থেকেই আপত্তি ছিল স্থানীয় মানুষদের। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ ট্রান্সফরমারটির গা ঘেঁষে হাঁটা চলা করে। অনেকেরই আশঙ্কা যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে আজকে আগুন লাগার পরে বারবার ধরে সাধারণ মানুষদের মধ্যে ওই ট্রান্সফরমার নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের দাবি স্থানীয় বিদ্যুৎ দপ্তরে কর্মীরা সবকিছু জেনেও কোন ব্যবস্থা নেয় না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *