কেন্দ্রীয় সরকারের বাঁশের তৈরি দ্রব্যের উদ্যোগে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় মন্ত্রী।

Spread the love

নিজস্ব সংবাদদাতা:কেন্দ্রীয় সরকার সম্প্রতি উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বাঁশ-ভিত্তিক পণ্যের উৎপাদন ও উন্নয়নের জন্য জাতীয় বাঁশ মিশনের (NBM) অধীনে কাজ শুরু করেছে, পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তবে এ ব্যাপারে চরম উদাসীনতা দেখিয়েছে পশ্চিমবঙ্গ,বলে দাবী করেন বিজেপির রাজ্য সভাপতি তথ্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।কেন্দ্রীয় মন্ত্রক রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠানো সত্ত্বেও, পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। প্রকল্পের জন্য কোনো নোডাল এজেন্সিও নিয়োগ করা হয়নি। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি,বলে খবর।

 

অবশেষে, কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শিবরাজ চৌহান উত্তর-পূর্ব বেত এবং বাঁশ উন্নয়ন পরিষদ (NECBDC) কে রাজ্যের নোডাল সংস্থা হিসাবে নিযুক্ত করেছেন।সুকান্ত মজুমদার এই বিষয়ে ২০অক্টোবর, ২০২৪-এ মাননীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে একটি জরুরি চিঠি পাঠান।তারপরে এই সিদ্ধান্তটি জানানো হয়েছে।পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের ফলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে দাবী করেন সুকান্ত বাবু।

তবে বাজারে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসের বরাবরই একটা কদর রয়েছে। ইদানিং কালে বাঁশের তৈরি, সেই শৌখিন জিনিসপত্র পশ্চিমবাংলায় খুব একটা দেখা যায় না। তবে বাঁশের তৈরি নানা প্রকারের আসবাবপত্র এবং জিনিসপত্রর চাহিদা এখনো পর্যন্ত রয়েছে। যা বিভিন্ন মেলা কিংবা বাজারে মাঝে মাঝে দেখা যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *