কে বলল বাংলা পারে না? আল্লুর পুষ্পকে টেক্কা দিচ্ছে বাংলা সিনেমা। বক্স অফিসে ঝড় তুলেছে পুষ্প ২। ভেঙেছে একের পর এক রেকর্ড। ২০০০ কোটি ছুঁতে এগোচ্ছে পুষ্প ২। দেশের বক্স অফিসেই ছবিটির আয় ৯০০ কোটির বেশি।এই দক্ষিণী সিনেমাকে টেক্কা দিচ্ছে এক বাংলা সিনেমা।
সেই সিনেমা খাদান বা দেবের টেক্কা নয়। এই বড় বাজেটের ছবির মাঝেও কোটি চারেকের বাংলা ছবি বহুরূপী নিজের জায়গা করে নিয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবি বাংলা সিনেমার জগতে সর্বোচ্চ আয়কারী হিসেবে রেকর্ড গড়েছে। মুক্তির ৬৮তম দিনে ছবিটি ১৭.২৫ কোটি আয় বক্স অফিসে। বাংলা সিনেমা যেখানে হারিয়ে যাচ্ছে বলে দাবি অনেকের। পরিচালক রানা সরকার দাবি করেছিলেন, গঙ্গা পেরোলে কেউ বাংলা সিনেমা দেখা না। তবে এবার হয়তো মানুষ নড়েচড়ে বসেছে। নিজের ভাষা বাঁচিয়ে রাখতে তৎপর বাংলার মানুষও। এভাবেই এগিয়ে চলুক বাংলা, তথা বাংলা ভাষার সিনেমা।