অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই মেমারি থানার পুলিশ গ্রেফতার করল অপহরণকারীদের। উদ্ধার অপহৃত।

Spread the love

পূর্ব বর্ধমান জেলা পুলিশের আবার বড়সড় সাফল্য। ৪৮ ঘণ্টা কাটার আগেই ধরে ফেলল ,অপহরণকারীদের।পুলিশ সূত্রে খবর, অপহৃত যুবককে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অপহরণকারীদেরকেও।

শনিবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ‍্যোপাধ‍্যায় জানান।বৃহস্পতিবার মেমারি থানায় একটি অভিযোগ দায়ের হয় যে, জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি অপহৃত হয়েছে। ঐ ব্যক্তি ,জয়ন্ত মেমারির বাসিন্দা। অভিযোগ, বৃহস্পতিবার কালনা রোডের কাছে একটি সাদা চার চাকার গাড়িতে করে তাঁকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। এর পরেই তদন্তে নামে পুলিশ।

এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কয়েক জন ব্যক্তি জয়ন্তকে জোর পূর্বক গাড়িতে তুলে নেয়। এর পর সেই গাড়ি এগিয়ে যায় কালনা রোডের দিকে। ওই সূত্র ধরে ,প্রথমে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পরে ধৃত স্বীকার করে নেন, তিনি এই অপহরণের ঘটনায় জড়িত। এ ছাড়াও উঠে আসে,অপহরণের ঘটনার নেপথ্যে রয়েছে নদিয়ার পলাশির একটি দুষ্কৃতি দল। এর পরেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করে পুলিশ।

অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পাশা পাশি মুর্শিদাবাদের রেজিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও দুই অভিযুক্তকে। অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। তিন জন অভিযুক্তকে শনিবার আদালতে হাজির করেছে পুলিশ। তাদেরকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বলেন, ‘‘অভিযুক্তদের বাড়ি নদিয়ায়। তারা মূলত আর্থিক লেনদেনের কাজ করত। অন্য দিকে, অপহৃত জয়ন্ত পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করে। ও অপরাধীদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ধার নিয়েছিল। সেই টাকা আদায়ের জন্যই এই অপহরণের কাণ্ড ঘটিয়েছে অভিযুক্তেরা। তবে, মুক্তিপণ সম্পর্কে কোনও অভিযোগ মেলেনি এখনও।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *