স্টাফ রিপোর্টার : যাত্রীদের চাহিদার কথা ভেবে আসন্ন দীপাবলী ও ছট উপলক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন থেকে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করল রেল।মূলত এই সময়টাতে অন্যান্য বছর প্রচুর পরিমাণে টিকিটের চাহিদা থাকে। সেই মত ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়।তাই এ বছর ছট পুজোর আগে রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করল। দীপাবলি ও ছট পুজোর সময়টাতে কোলকাতাতে থেকে কর্মরত বিহার ঝারখণ্ড ও অন্যান্য রাজ্যের শ্রমিকরা মূলত বাড়ি ফেরে। তাই এই সময় টিকিটের চাহিদা ও প্রচুর পরিমাণে বেড়ে যায়। পাশাপাশি ভিন রাজ্য থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক, এই সময়টায় কোলকাতায় ফিরে আসে। ঠিক সেই সমস্যা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ দীপাবলি ও ছট পুজোর আগেই অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করেছে এ বছর। নিচের এই ট্রেন গুলি যাত্রী সুবিধার্থে অতিরিক্ত ভাবে চালানো হচ্ছে।।
ট্রেনগুলি হল
১)শিয়ালদা- দারভাঙ্গা
ট্রেন নং 03119চলবে 01.11.24 এবং 08.11.24(শুক্রবার)
২শিয়ালদা- গোরখপুর
ট্রেন নং 03121 চলবে 07.77.24(বৃহস্পতিবার)
৩)কলকাতা – পাটনা
ট্রেন নং 03123 চলবে 03.11.24 এবং 10.11.24(রবিবার)
*অতিরিক্ত কোচ পরিবর্ধন*
ট্রেন নং 13185 (শিয়ালদাহ – জয়নগর) 1 নভেম্বর, 2024 থেকে 10 নভেম্বর, 2024 পর্যন্ত একটি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর (GS) কোচের সাথে বৃদ্ধি করা হবে৷
রেলের পক্ষ থেকে যাত্রীদের পরামর্শ দিচ্ছে যে, ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই ভালোভাবে করতে এবং অনুমোদিত মাধ্যমের মাধ্যমে তাদের টিকিট বুক করতে। সর্বশেষ আপডেট এবং রিয়েল-টাইম ট্রেনের তথ্যের জন্য, অনুগ্রহ করে ভারতীয় রেলওয়ে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ দেখতে।
এ ছাড়া আরো বেশ কিছু ট্রেনে অতিরিক্ত কোচ যোগ করা হয়েছে।