Manipur Violence: ছটফট করছে মণিপুর!

Spread the love

কলকাতা: মৃত্যু যন্ত্রণা, আগুনের দহন জ্বালা। ছটফট করছে মণিপুর। কোথায় সরকার? এই প্রশ্ন ছেয়ে গেছে সামাজিক মাধ্যমে।
জারি কার্ফু। বন্ধ ইন্টারনেট। মৃত্যু থামছে না। রাস্তার মাঝখানে জ্বলছে গাড়ি। জিরাবামে কুকি আঘাতে মৃত্যু ১ এর পর এক মহিলা এবং সদ্যোজাত সহ শিশুর। দেহ ভাসছে বারাক নদীর জলে। একাধিক সাধারণ নাগরিককে আটক করা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রে এন বীরেন সিংয়ের জামাই আরকে ইমো সহ তিন বিধায়কের বাড়িতে ভাঙচুর। ইম্ফল সহ ৭ জেলায় একই জ্বলন্ত ছবি।

লক্ষ্য এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ি। কবে শান্ত হবে মণিপুর? ব্যর্থ বিজেপি সরকার? পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী? মণিপুর যান, শান্তি ফেরান প্রধানমন্ত্রী। এক্স পোস্টে দাবি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *