রাজ্যে ৬ আসন উপনির্বাচের কালেই আবার বিজেপি ভাঙার সম্ভাবনা।
নিজস্ব প্রতিনিধি : দিন দুদিন আগে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে ঘুরে গেলেন। সেদিন বিজেপির অতিথি অভিনেতা, নেতা মিঠুন চক্রবর্তী এক কোটি বিজেপি সদস্য বানানোর অঙ্গীকার করিয়ে নিলেন হল ভর্তি বিজেপি সমর্থকদের কাছ থেকে। যদিও মিঠুন চক্রবর্তীর, সেই ডাকে সম্মতি দেওয়ার চিৎকার অনেকটাই কম ছিল। বিভিন্ন সূত্র মারফত খবর ,ভাঙছে বিজেপি। বিজেপির অন্দরের খবর মেদিনীপুরের…