কার্তিকদের উদ্যোগে কার্তিক পুজো।সোনাগাছিতে এবার নতুন উদ্যোগে এক ধাপ এগিয়ে কার্তিক পুজো।
শঙ্কু সাঁতরা: প্রতিটি সংসারে কার্তিকের মত ছেলে জন্মগ্রহণ করুক আর লক্ষ্মীর মত মেয়ে। তবে আমাদের ভারতীয় সংস্কৃতিতে এখনো পর্যন্ত কার্তিকের চাহিদাটা অনেকটাই বেশি। সাধারণ সমাজে কার্তিকের পুজো করে সবাই। কারণ ,একটি কার্তিকের মত পুত্র সন্তান লাভ করবার জন্য। প্রতিটা বাড়িতে কার্তিক পূজা হবে কিনা? তা কিন্তু ঠিক থাকে না। কারণ, নিয়ম করে প্রতিটা বাড়িতে…