নিজস্ব সংবাদদাতা:শক্তিপীঠে কেঁদে ভাসালেন অনুব্রত মণ্ডল, নিজের মেয়ে ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের জন্য তৃণমূল নেতার প্রার্থনা কঙ্কালীতলায়।
বীরভূমের কঙ্কালীতলায় পুজো দিতে গিয়ে কেঁদে ভাসালেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রবিবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে শক্তিপীঠে যান তিনি। হাতজোড় করে প্রার্থনা করার সময় হাপুস নয়নে কাঁদতে দেখা যায় দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। পুজো দিয়ে মেয়ের হাত ধরে মন্দির থেকে বেরিয়ে অনুব্রত মন্ডল জানান, কঙ্কালীতলায় বেশ কিছু কাজ বাকি আছে। দুর্গাপুজোর পরে সেই সব কাজ শুরু হবে। তিনি এ-ও জানিয়েছেন, কঙ্কালীতলায় মায়ের কাছে মেয়ে সুকন্যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেছেন।
ছ’দিন হল গরু পাচার মামলায় জামিন পেয়ে দিল্লির তিহাড় জেল থেকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন অনুব্রত। প্রায় আঠারো মাস জেলে ছিলেন তৃণমূল নেতা। একই মামলায় কারাবাস হয়েছিল কন্যারও। বাবা-মেয়ে বাড়ি ফেরার পর সর্বদাই তাঁদের পাশাপাশি দেখা যাচ্ছে। তৃণমূল নেতা বাড়ির বাইরে পা রাখলেই তাঁর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সুকন্যাকে। অনুব্রত জানান, তিনি শারীরিক ভাবে ভাল নেই। বিশেষ করে পায়ের একটি সমস্যায় ভুগছেন। কয়েক দিনের মধ্যে কলকাতায় যাবেন চিকিৎসা করাতে।