স্টাফ রিপোর্টার : দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকার চায়ের দোকান ঘরের মধ্য থেকে দম্পতির দেহ উদ্ধার হওয়াকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতার স্বামীর নাম মনোরঞ্জন কর ওরফে পশুপতি (৪৫), স্ত্রীর নাম দুর্গা রানী কর (৪০)। স্থানীয় এক বাসিন্দা এদিন সকালে চা খেতে গিয়ে দেখেন, দোকান ঘরের দরজা ভেতর থেকে তালা বন্ধ। পরে দরজার ফাঁক দিয়ে তিনি দেখেন বিছানার উপর স্বামীর দেহ আর মেঝেতে স্ত্রীর দেহ অচেতন অবস্থায় পড়ে আছে। খবর যায় পাথর প্রতিমা থানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ দুটিকে উদ্ধার করে। পরে মাধব নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান,দুজনে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এই আত্মঘাতী। তার তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ। পাথর প্রতিমা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য দম্পতির দেহ কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো পাঠিয়েছে।