নারায়ন চন্দ্র মাইতি : ২৭ সেপ্টেম্বর :২০১৯ সালের সেপ্টেম্বর মাসে হলদিয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মাতঙ্গিনী বস্তির ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ, খুন ও প্রমাণ লোপাটের ঘটনায় দোষী সাব্যস্ত আসামি সুজন পাত্রের আজ, শুক্রবার হলদিয়া মহকুমা আদালতে সাজা ঘোষণা হবে। হলদিয়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জন কুমার সরকার সাজা ঘোষণা করবেন। প্রথমে এই মামলার সরকারি আইনজীবী ছিলেন চান্দ্রেয়ী বিশ্বাস। পরে তিনি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হওয়ায় সরকারি আইনজীবী হিসাবে সৌমেন দত্ত দায়িত্ব গ্রহণ করেন। চান্দ্রেয়ী বিশ্বাস জানান, এই মামলায় সর্বোচ্চ সাজা – ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।আসামীকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে । সকাল দশটা নাগাদ সাজা ঘোষণা হবে। আসামির পক্ষে আইনজীবী রয়েছেন – বিমল মাজি ও অন্যান্যরা।
। পূর্ব মেদিনীপুর।