অনলাইন প্রতারণা চক্রে গ্রেফতারি!

Spread the love

অনলাইন প্রতারণা চক্রের তিন মূল পান্ডাকে গ্রেফতার করলো পুলিশ।আর্থিক প্রতারণার ও সিম জালিয়াতি জালে জড়িয়ে থাকা একটি চক্রকে ধরতে বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। জেলার কুমারগঞ্জ, ও গঙ্গারামপুর থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি। জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।গ্রেফতার হওয়া তিন জন হলেন, মোক্তার ইসলাম , রাকিবুল ইসলাম দুই ভাই ও রত্না রায় ট্র্যন্স জেন্ডার । অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০টি সিমকার্ড, ২২টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ৮টি প্যান কার্ড, ২০টি ডেবিট কার্ড, ৪টি চেকবই এবং তিনটি ব্যাংকের পাসবই।পুলিশের অনুমান, এই সমস্ত নথিপত্র ও ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণা চালাচ্ছিল এই চক্র। অভিযুক্তরা বিভিন্ন মোবাইল দোকান থেকে জাল নথি ব্যবহার করে সিমকার্ড সংগ্রহ করত এবং সেগুলি ভাড়া নেওয়া বা কেনা ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করে প্রতারণা চালাত। পুলিশের প্রাথমিক অনিমান কোটি টাকার উপরে লেনদেন করেছে কিছুদিনে।এই মামলায় অভিযুক্তদের মধ্যে অন্যতম গোলাপ যিনি ধৃত দুই ভাইয়ের বাবা, তিনি পুলিশের হানার খবর পেয়ে পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চলছে।আজ ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বলে জানান ডিএসপি বিক্রম প্রসাদ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *