অনেকদিন পর খাদ্য ভবনে সরকারি কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার শিবির হল। indinews24

Spread the love

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের তরফ থেকে ২৭শে নভেম্বর পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের প্রধান অফিসে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল। স্বাস্থ্য পরীক্ষা শিবির একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার উদ্যোগে পরিষেবা টি সারাদিন চলে। বিশেষ করে সরকারি কর্মচারীদের স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক গুলো পরীক্ষা-নিরীক্ষা করে ,নানা যন্ত্রপাতির মাধ্যমে।


হৃদ যন্ত্রের পরীক্ষা, ইসিজি সঙ্গে ব্লাড সুগার চোখের পরীক্ষা থেকে আরম্ভ করে গলার ষড়যন্ত্রের পরীক্ষা পর্যন্ত করে ওই সংস্থার পক্ষ থেকে। সঙ্গে প্রত্যেককে যেরকম পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট জানিয়ে দেওয়া হয়। সঙ্গে চার জন বিশেষজ্ঞ ডাক্তার ,তারা প্রত্যেককে নানা ধরনের চিকিৎসার পরামর্শ দেন। যেটা খুব সহজ ভাবেই হয়েছে। অনেকেই খাদ্য ভবনের মত গুরুত্বপূর্ণ দপ্তরের চাকরি করে ছুটির দিন ব্যতীত ডাক্তারের কাছে যাওয়া সুযোগ পায়না।এছাড়াও অনেকেই রয়েছেন, শরীরের সমস্যা ঢেকে রেখে প্রতিদিন নিয়মিত কাজকর্ম করেন। তাদের পক্ষেও অনেকটা নিশ্চিন্তের কারণ হল এই স্বাস্থ্য পরীক্ষা শিবির।

  
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মাননীয় ড: মানস রঞ্জন ভূঁইয়ার অভিভাবকত্বে এবং সংগঠনের রাজ্য আহ্ববায়ক মাননীয় প্রতাপ নায়কের নেতৃত্বে এবং খাদ্য ও সরবরাহ রাজ্য শাখার ব্যবস্থাপনায় ২৭ শে নভেম্বর ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় ১০ নং শেড খাদ্য ভবন ক্যাম্পাসে কর্মচারীদের জন্য স্বাস্থ্য শিবিরের ক্যাম্প শেষ হয়। ওই দিন মোট ২৮৬ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়।

  1. indinews24

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *