আত্মহত্যার চেষ্টা এবার কলকাতা বিমানবন্দরে। খাট কলকাতা বিমানবন্দরে গত চার দিন অবাধে ঘোরাঘুরি করছিলেন মাঝ বয়সী এক ব্যক্তি। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ালপুল থেকে ঝাঁপ দেন মাঝ বয়সি ওই যুবক। করা নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ঘটনা কি করে ঘটলো তা নিয়েই প্রশ্ন উঠছে।
প্রজাতন্ত্র দিবসের দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। কিন্তু এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ওই ব্যক্তির ঝাঁপ দিতে পারলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মৃত ব্যক্তির নাম ওইনাম রঞ্জন সিংহ। গত ২৩ শে জানুয়ারি ইম্ফল থেকে কলকাতায় এসেছিলেন ওই ব্যক্তি। বয়স ৫০ এর কাছাকাছি। তার হাবভাবের মধ্যে কিছুটা অসংগতি থাকায় সিআইএসএফ আধিকারিকরা তার সঙ্গে কথাও বলেন। অনেক চেষ্টা করার পরেও তাকে বাড়ি ফেরানো যায়নি ,এমনকি পরিবার থেকে কেউ খোঁজ খবরও নেননি।
পুলিশ এবং সিআইএসএফ আধিকারিক এর দাবি ঐ ব্যক্তি আচমকা ডিপার্চার ফ্লাইওভারের রেলিংয়ে চড়ে বসেন। কেউ কিছু বুঝে উঠবার আগেই সে ঝাপ দেন বলে দাবি করেছে পুলিশ এবং সিআইএসএফ। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সাথে সাথে তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।