আবার বহরমপুর থেকে নিষিদ্ধ তিন কোটি টাকার কাশীর সিরাপ উদ্ধার।ধৃত ২।

Spread the love

সূত্র STF :বহরমপুর এর ফতেপুর মোড়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক মিশ্রিত কাফ সিরাপ বোঝাই দুইটি গাড়িসহ, দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। উদ্ধার করা মাদক এর আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা রুজু বহরমপুর থানায়।

ধৃতদের নাম বাবলু প্রসাদ, বাড়ি ঝাড়খন্ড এলাকায়। দ্বিতীয় জনের নাম জুল্লুর রহমান। বাড়ির সাহেবগঞ্জ এলাকায়।ধৃত ব্যক্তিরা একটি আন্তঃরাজ্য চোরা চালান চক্রের অংশ বলে জানা গেছে। এই বিষয়ে, তারা গোপন বাজারে বিক্রি করার জন্য উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে মাদক নিয়ে আসছিল।

 

নিষিদ্ধ কাশীর সিরাপ উদ্ধার

Huge quantity of contraband cough syrup named Phensedyl has been recovered this Sunday at Baharampur by Special Task Force of West Bengal, which has an approximate market value of three crore rupees.

ধৃতেরা

Working upon a secret input, a team of the Special Task Force of West Bengal intercepted two vehicles i.e. one container and one six-wheeler at Fatepur More this Sunday on Kolkata bound flank on National Highway in Baharampur, District-Murshidabad.

After a thorough search of both vehicles a total of 22,300 bottles of contraband cough syrup Phensedyl was found and seized.
Two persons have been arrested in this incident, in whose possession the contraband was recovered.
The name of the arrested persons are:
1) Bablu Prasad Gupta,
Dist-Sahebganj
State-Jharkhand and
2) MD Zullur Rahaman,
Po-Barharwah
Dist-Sahebganj.

It has been found that the arrested persons are part of an inter-state smuggling racket. In this matter, they were brining the contraband from Uttar Pradesh to West Bengal in order to sell in clandestine market.

Over this matter a police case has been started at Baharampur Thana under NDPS Act.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *