নিজস্ব প্রতিনিধি :এবার মাটি মাফিয়াদের তাণ্ডব দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ এলাকা জুড়ে।নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধ পুর এলাকায় রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে পালাচ্ছে অসাধু ব্যক্তিরা। জানা গেছে, প্রায় প্রতিদিনই মাঝ রাতের পর থেকে মুড়িগঙ্গা নদীর চরে ,কোদাল দিয়ে মাটি কাটা মাটি কাটছে কিছু মানুষ। এরপরই সেই মাটি ভ্যানে করে মাটি নিয়ে বিক্রির জন্য অন্যত্র নিয়ে যাওয়া যায়। সূর্য উঠলেই মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া দেয়। বর্তমান মুড়ি গঙ্গা নদীর চরে, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নদীর চরের মাটি কাটার পাশাপাশি ম্যানগ্রোভও কেটে ফেলা হচ্ছে।অভিযোগ, এভাবে চলতে থাকলে আগামী দিনে ওই এলাকাটি নদী গর্ভে চলে যেতে পারে।
এই ধরনের চক্রের পেছনে স্থানীয় বেশ কিছু প্রভাবশালীর হাত রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। কোনভাবে প্রশাসনিক অনুমতি ছাড়া এবং সরকারকে রয়ালিটি ফাঁকি দিয়ে এই মাটি চুরির কাজ চলছে। বিষয়টি বেশ কিছুদিন ধরে চলছে বলে এলাকা সূত্রে খবর। তবে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বিষয়টিকে এড়িয়ে গেছে। অনেকের বক্তব্য, স্থানীয় কর্তা ব্যক্তি এবং রাজনৈতিক দলের মদতেই নাকি! এই ধরনের মাটি চুরির চক্রের মত অপরাধের ঘটনা ঘটছে।
স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের, পঞ্চায়েত প্রধান দেবকুমার দাস বলেন, ” যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে পুলিস প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য জানানো হবে। এই রূপ ঘটনাকে কোনভাবে বরদাস্ত করা হবে না।”
এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার শাসক সুমিত গুপ্তা কাকদ্বীপের বি ডি ও কে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।