এবার থেকে কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আর লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না।অ্যাপের মাধ্যমে জমা হবে।বিস্তারিত পড়ুন।

Spread the love

নিজস্ব প্রতিনিধি :কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সুযোগ নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। দেশ যেখানে ডিজিটাল ব্যবস্থা অনেকটা এগিয়ে গেছে। সেখানে পেনশন ভোগীদের ভোগান্তি কমাতে শুরু করল অ্যাপ। এবার থেকে পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য কষ্ট করে আর ব্যাংকে যেতে হবে না তাদের। বাড়িতে বসেই অ্যাপ এর মাধ্যমে ব্যাংকে জমা হয়ে যাবে লাইফ সার্টিফিকেট।
১লা নভেম্বর পূর্ব রেলের পক্ষ থেকে শিয়ালদহ ডিভিশনে এই অ্যাপের উদ্বোধন করা হয়। ভারতে এই প্রথম 1. Jeevan Praman 2. AadharFaceRd নামে দুটি অ্যাপ প্রকাশ করা হয়েছে। এক দুটি ব্যবহারের পক্ষে খুবই সহজ। অ্যাপ দুটি উদ্বোধন হয় শিয়ালদা ডিআরএম দীপক নিগমের উপস্থিতিতে। সঙ্গে ছিলেন ত্রিদিব শর্মা।
দুটি অ্যাপের সুবিধা গুলি হল, Google Play থেকে অ্যাপটি এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে নিতে হবে। তারপর নিজের নাম ফোন নাম্বার যথাযথভাবে অ্যাপ এর নির্দিষ্ট বক্স গুলোতে দিতে হবে। তারপর আধার ভেরিফিকেশন হবে এবং মোবাইল নম্বরে একটি OTP যাবে। এরপর ওই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর ছবি উঠে যাবে। ব্যাস তারপর তিনি ওই লাইফ সার্টিফিকেটটি নিজে ডাউনলোড করে নিতে পারেন। সব থেকে বড় বিষয় হল লাইফ সার্টিফিকেটটি সঙ্গে সঙ্গে তার পেনশন যে ব্যাংকে রয়েছে, সেই ব্যাংকের কাছে চলে যাবে।
এই সুবিধাতে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত এক কোটির ওপর কর্মীরা উপকৃত হবেন। এরকম প্রচুর কর্মী রয়েছেন। যারা শারীরিকভাবে অসুস্থ। ব্যাংকে যেতে গেলে তাদের নানা সমস্যা তৈরি হয়। তাদের পক্ষে এটা অনেক বেশি কার্যকর। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতবর্ষে ডিজিটাল এই দুটি অ্যাপ এই প্রথম শুরু করল পূর্ব রেল।
তবে ভবিষ্যতে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি অবসরপ্রাপ্ত কর্মী এই অ্যাপের মাধ্যমে তাদের সমস্যার সমাধান পাবেন বলে জানানো হয়। ব্যাংকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা থেকে আরম্ভ করে। দপ্তরের বাইরে চেয়ারে বসে অপেক্ষা করা। সেটার দিন শেষ হল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *