শঙ্কু সাঁতরা: আবার প্রকাশ্যে নীল বাতি অযথা ব্যবহারের বিতর্ক। এবার বিষয়টিতে নাম জড়ালো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাকাউন্ট অফিসার গোপীনাথ দাসের। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল সুপার ইন্দ্রনীল বিশ্বাসের অফিসের সামনেই দাঁড় করানো থাকে একটি সাদা চার চাকা গাড়িটি। সেই গাড়ির মাথায় লাগানো রয়েছে নীল বাতি। আর সেই নীল বাতিটি ঢাকা রয়েছে। প্রশ্ন, গোপীনাথ বাবু কি তার গাড়ির মাথায় নীল বাতি লাগাতে পারেন?
গোপীনাথ বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার গাড়ি ব্যবহারের অনুমতি রয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। তিনি তার পদ অনুযায়ী গাড়ি পান। তবে তিনি গাড়ির মাথায় `নীল বাতি` লাগাতে পারেন কিনা? সেটা প্রশ্ন করতে, উনি বলেন ‘ নীল বাতি তো ব্যবহার হয় না। ” তারপরেই তিনি জানান বিষয়টি দেখে নিচ্ছেন। প্রশ্ন ,গোপীনাথ বাবু নিজেই জানালেন তিনি নীল বাতি ব্যবহারের অধিকারী নয়। তাহলে গাড়ির মাথায় কেন নীল বাতি লাগিয়ে রেখেছেন? উনি কি রাস্তায় অন্য ধরনের কোন সুবিধা নিতে চান? সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, সে রকম কোন বিষয় তার কাছে নেই।
ওই গাড়ির নম্বর WB04 6377 । গাড়ির সামনে নীল রঙের বোর্ডে লেখা রয়েছে `হেলথ ডিপার্টমেন্ট`। গাড়ির পেছনে আরেকটি লাল রঙের বোর্ডে লেখা রয়েছে একাউন্ট অফিসার। গোপীনাথ বাবু সম্পর্কে জানতে চাইলে কার্যত মেডিকেল কলেজ হাসপাতালে সুপার অঞ্জন অধিকারী জানিয়ে দেন’খোঁজ নিয়ে বলতে হবে।`
এর আগেও নীল বাতি ব্যবহার নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় তরফ থেকে নানা নিষেধাজ্ঞা চালু হয়েছিল ` নীল বাতি ‘ ব্যবহার নিয়ে।কিন্তু সেখানে একজন অ্যাকাউন্ট অফিসার, যিনি নিজেকে ডব্লিউ বি সিএ স পদের অফিসারের সমতুল্য বলে দাবি করছেন। তিনি কি করে এই নীল বাতি ব্যবহার করতে পারেন তার গাড়িতে? যদিও গোপীনাথ বাবু বারবার ধরে বলেছেন ,তার নীল বাতি ব্যবহার হয় না। তাহলে গাড়িটিতে নীল বাতিটি লাগিয়ে ঢাকা দেওয়া কেন? এই প্রশ্নের সদুত্তর গোপীনাথ বাবু জানান নি। গোপীনাথ বাবু এখনো পর্যন্ত ওই গাড়িটি একইভাবে হাসপাতালে আনছেন এবং তিনি ব্যবহার করছেন। প্রশ্ন গোপীনাথ বাবু কি হাসপাতালে ,প্রভাবশালী?