নিজস্ব প্রতিনিধি :সাগর মেলার সময় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়ি গঙ্গা নদীর চর পড়ে যাওয়া নিয়ে। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে প্রায় ৬ ঘন্টা মত যাত্রীবাহী ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নং ৮ ও সাগরের কচু বেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে থাকে। ফলে ভোগান্তি বাড়ে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের।

সেই সমস্যা দূর করতে, মুড়িগঙ্গা নদীতে আবার পলি কাটার কাজ চলছে। এবারের সাগর মেলায় ভেসেলের পাশাপাশি ৮টি বড় বার্জ চালানো হবে যাত্রী পরিবহনের জন্য। এক এক বার আড়াই হাজার মানুষ বহন করা যাবে ওই জল যানে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও, এরকম একটি বার্জ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। পাশাপাশি কুয়াশার সময় ভেসেল গুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার দ্রুত খোঁজ মেলার জন্য জিপিআরএস বসানো হচ্ছে। এই জিপিআরএসের সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোলরুমের। এছাড়া কুয়াশার জন্য আধুনিক বিদেশী আলো বসানো হবে। যে গুলি বিমান বন্দরে ব্যবহার হয়। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।
#gangasagar
#indinews24