৩৫ কেজি গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কেতুগ্রাম থানার পুলিশ।গাঁজা পাচারে ব্যবহৃত দুটি স্কুটিও বাজেয়াপ্ত করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাদশাহি সড়কের মোড়গ্রামের কাছে দুইজন স্কুটি আরোহী রবি সরকার ও বিজয় বণিককে কেতুগ্রাম থানার টহলরত পুলিশ ভ্যান আটক করে জিজ্ঞাসা শুরু করে। আটক রবি এবং বিজয় অসংলগ্ন কথা বললে পুলিশের সন্দেহ হয়। দুজনকে আটকে পিঠব্যাগে তল্লাশি করে পুলিশ প্যাকেট ভর্তি গাঁজা উদ্ধার করে। ধৃত বিজয় ও রবি জলপাইগুড়ির ভক্তিনগর থানার অম্বিকানগরের বাসিন্দা।কেতুগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের সঙ্গে মুর্শিদাবাদের যোগ পাওয়া গিয়েছে। এত রাতে গাঁজা নিয়ে ধৃতরা কোথায় সরবরাহ করতে যাচ্ছিল সেপ্রশ্নের সঠিক উত্তর পুলিশ পায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান গাঁজা ভর্তি ব্যাগ বর্ধমান হয়ে কলকাতার উদ্দেশ্যে পাঠানোর জন্যই স্কুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পেশ করবে।