ঘূর্ণিঝড় ডানায় ভেঙে গিয়েছে মাটির রাস্তা, কোমর সমান জল পেরিয়ে মৃতদেহ নিয়ে যেতে হয় শ্মশান।     

Spread the love

নিজস্ব প্রতিনিধি, (পাথরপ্রতিমা)_ ঘূর্ণিঝড় ডানার প্রভাবে জলোচ্ছ্বাস হওয়ায় ভেঙে গিয়েছে শ্মশানে যাওয়ার রাস্তা। মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় কোমর সমান জল পেরিয়ে এখন যেতে হচ্ছে শ্মশানে। এই পরিস্থিতিতে খুবই সমস্যায় পড়েছে পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের ৭৯ ও ৮০ নম্বর বুথের প্রায় ৫০০টিরও বেশি পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ১৪ বছর আগে এম জি এন আর ই জি এস প্রকল্পের মাধ্যমে সেলেমারি নদীর চরে এই শ্মশানটি তৈরি করা হয়েছিল। সেই সময় সংকীর্ণ আল বাঁধ দিয়ে গ্রামবাসীরা শ্মশানে গিয়ে মৃতদেহ দাহ করত। প্রায় বছর চারেকের পর জমি অধিগ্রহণ করে একটি মাটির রাস্তা তৈরি করা হয়। রেমাল ঘূর্ণিঝড়ের সময় এই শ্মশানে যাওয়ার রাস্তাটি ভেঙে গেছিল। তখন গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে রাস্তাটি মেরামত করে নিয়েছিলেন। কিন্তু ডানা ঘূর্ণিঝড়ে আবারও রাস্তাটি ভেঙে গেছে। বর্তমান ওই ভাঙা অংশ থেকে জোয়ার ভাটার সময় নদীর জল যাওয়া আসা করে।

 

স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, রাস্তা থেকে শ্মশানে যেতে গেলে প্রায় ২০০ মিটার মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। ডানা ঘূর্ণিঝড়ের কারণে এই মাটির রাস্তা প্রায় ১৫ মিটার ভেঙে গেছে। এখন কোমর সমান জল পেরিয়ে শ্মশানে মৃতদেহ নিয়ে যেতে হয়। নদীতে জোয়ার থাকলে কথাই নেই ,প্রায় দু’ঘণ্টা মৃতদেহ নিয়ে ইঁটের রাস্তায় বসে থাকতে হয়। নদীতে ভাটা পড়লে তবেই শ্মশানে যাওয়া যায়। এ বিষয়ে গ্রামবাসির তরফ থেকে বিভিন্ন দপ্তরে জানানো হলেও, কিন্তু আজও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *