সোহম রক্ষিত, বাঁকুড়া: পুরীর মন্দির তৈরি হয়েছে যে পাথরে সেইরকম পাথর দিয়ে শুশুনিয়া গ্রামে তৈরি হচ্ছে মা কালীর প্রতিমা সামনে কালীপুজো, শুশুনিয়ার পাথর শিল্পীরা তৈরি করছেন পাথরের মা কালীর প্রতিমা। সেগুলি পৌঁছে যাবে বিভিন্ন মন্দিরে। শুশুনিয়ার শিল্পীর তৈরি মা কালীর মূর্তি পুজিত হবেন বিভিন্ন কালীমন্দিরে। বাঁকুড়া শুশুনিয়া পাহাড় এলাকার পাথর শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার এবং রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছেন। শিল্পী অনাথ বন্ধু কর্মকার অর্ডার পেয়ে ভিন রাজ্য থেকে পাথর এনে কাজ করছেন। তৈরি করছেন তিন তিনটি চার ফুট থেকে পাঁচ ফুটের মা কালী। প্রত্যেকটি তৈরি হচ্ছে সানা পাথর দিয়ে। দাম ১৫০০০ টাকা প্রতি ফুট। পুরীর মন্দির তৈরি হয়েছে যে পাথরে, সেই পাথর দিয়ে তৈরী হচ্ছে মা কালীর প্রতিমা। কালীপুজো উপলক্ষে পাথরের মূর্তি তৈরির প্রস্তুতি জোর কদমে চলছে বলে জানান ওই শিল্পী।