নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: নামখানার মৌসুনি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি রিসর্টের বেশির ভাগ কটেজ। শনিবার বিকেল ৪ টা নাগাদ প্রথম আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ওই পরিস্থিতিতে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় মানুষ জন। তবে। কোন ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।ঘর গুলি কাঠ দিয়ে তৈরি হওয়ার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় রিসর্টটির প্রায় ১১টির মত ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে প্রশাসনের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
শনিবার বিকেল চারটে নাগাদ নামখানার মৌসুনি দ্বীপের একটি হোমস্টে কটেজে বিধ্বংসী আগুনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । ভয়াবহ আগুনে পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে। কটেজে থাকা পর্যটকরা কোনক্রমে আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে কটেজের মধ্যে থাকা পর্যটকদের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। গত কয়েক মাস আগেও একটি কটেজ আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই কটেজ গুলিতে দমকলের কোন ছাড়পত্র নেই। নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা।কোনো বৈধ অনুমতি নেই বলে খবর এলাকা সূত্রে। গ্রীন ট্রাইব্যুনালের কোনো নিয়ম না মেনেই, মৌসুনি দ্বীপের সমুদ্র পাড়ে গড়ে উঠেছে একাধিক কটেজ।স্থানীয় প্রশাসনের কাছে যাদের সঠিক কোনো ছাড়পত্র নেই বলে দাবী বেশ কিছু স্থানীয় মানুষের।
পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠেছে। আগুনের ছবি করতে যাওয়ায় সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়।এমনকি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।