হায়দ্রাবাদে সিনেমা হলের সামনে বিশৃংখলার দায়ে জেলে পুষ্পা ২।অভিযোগ ভয়ংকর। indinews24

Spread the love

ন্যাশনাল ডেস্ক (১৩ ডিসেম্বর): দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার হায়দরাবাদ পুলিশের হাতে। গত ৪ঠা ডিসেম্বর হায়দরাবাদের একটি সিনেমা হলের সামনে, সিনেমা প্রিমিয়ার শোয়ের সময় হুড়োহুড়ি এবং পদ পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটেছিল। সেই মামলায় গ্রেফতার হলেন অভিনেতা। জানা গিয়েছে, এদিন হায়দ্রাবাদের চিক্কড় পল্লি থানা থেকে জুবিলি হিলসে আল্লু অর্জুনের বাড়িতে যান পুলিশ কর্মীরা। সেখান থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর তাঁকে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে সেখানে আপাতত আল্লুকে জিজ্ঞাসাবাদ করা হবে। হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ নিশ্চিত করেছেন যে তেলুগু তারকা আল্লু অর্জুনকে সেদিনের পদ পিষ্টের ঘটনার জন্য, গ্রেফতার করা হয়েছে।

 

অল্লু অর্জুন

পুষ্প ২ ছবির প্রিমিয়ারে দিন
৪ঠা ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলে ছিল পুষ্পা ২ ছবির প্রিমিয়ার।তাই জন্য উপচে পড়েছিল দর্শকদের ভিড়। তার মধ্যে আচমকাই সেখানে খোদ আল্লু অর্জুন আসায় হুড়োহুড়ি পড়ে যায়। নিমেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে সময় সিনেমা হলে ছেলেকে নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন মৃত মহিলা। তখনই পদপিষ্ট হয়ে মারা যান তিনি। তাঁর ছেলেও গুরুতর আহত অবস্থায় ভর্তি হয় স্থানীয় হাসপাতালে।চরম বিশৃংখলার দায়ে খোদ আল্লু অর্জুন তো বটেই, সন্ধ্যা সিনেমা হলের বিরুদ্ধেও মামলা দায়ের হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে যে, আল্লু অর্জুন পুলিশের কাছে আগাম কোন, খবর না দিয়ে আচমকাই সিনেমা হলে পৌঁছে যান। পুলিশও সেভাবে প্রস্তুত ছিল না, তাই সেই সময় হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কর্মরত পুলিশের পক্ষে। মৃতার পরিবারের তরফে গোটা ঘটনার জন্য আল্লু অর্জুনকে দায়ী করে। এমনকি ওই পরিবার আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে আল্লু অর্জুন ও সিনেমা হল কতৃপক্ষের কাছে। তাঁদের অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

মৃতার স্বামীর অভিযোগ
মৃতার স্বামী ভাস্কর ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত। ওর জন্যই আমরা ছবিটা দেখতে গিয়েছিলাম। সবাই আমাদের ছেলেকে পুষ্পা বলে ডাকে। কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না।’ ভাস্করের ছেলেকে ঘটনাস্থলেই CPR দেওয়া হয়। তাতে তার জ্ঞান ফেরে। এরপর মা এবং ছেলে দুজনকেই দুর্গাবাই দেশমুখ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এই ঘটনার পরই মৃত্যু হয় স্ত্রী, রেবতীর। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় ছেলেকে।
তবে আদালতে জামিন মিলল না পুষ্প (আল্লুর)! ১৪ দিন জেলে থাকবে ‘পুষ্পা’, তবে মৃতার স্বামী জানিয়েছেন, ‘আল্লুর দোষ নেই’।

indinews24


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *