আগাগোড়াই শাশুড়ি বৌমার সম্পর্ক সপে নেউলে। কিন্তু এবার সম্পর্ক গড়ালো রক্তারক্তিতে। এবার শাশুড়িকে একেবারে ধারালো অস্ত্রের কোপ! কোপানোর অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। চাঞ্চল্য নদিয়ায়। গুরুতর জখম অবস্থায় শাশুড়িকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে শনিবার। নদিয়ার গয়েশপুরের নবগ্রাম এলাকায়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্নান করতে যাওয়ার সময় হঠাৎ শাশুড়িকে ধারোলা অস্ত্র দিয়ে কোপায় বৌমা। আহত শাশুড়ির নাম প্রাণপ্রিয়সী বাড়ুই। বয়স ৮০ বছর। অভিযুক্ত বৌমার নাম উপাসনা বাড়ুই। তিনি মাঝবয়সী। এরপর বাড়ির সামনেই লুটিয়ে পড়েন শাশুড়ি। শাশুড়ির চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ জন। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় শাশুড়িকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। সেখানেই আপাতত চলছে চিকিৎসা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গ্রেফতার করা হয়েছে বৌমাকে। কিন্তু কী কারণে শাশুড়িকে কোপালো বৌমা? স্থানীয়দের দাবি, পারিবারিক কথা কাটাকাটি লেগেই থাকতো। কিন্তু শুধু মাত্র এইটুকু কারণে কোপ? নাকি বড় কোনও কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
৮০ বছরের শাশুড়ি। তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারলেন বৌমার!
