মালদা থেকে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র! গ্রেফতার

Spread the love

মালদা থেকে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ২।
বড়সড় সাফল্যে জলঙ্গী থানার পুলিশের একাধিক আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন ও গুলি উদ্ধার সহ গ্রেফতার দুই

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদের জলঙ্গী থানার সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহজন ২ যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র, আটটি ম্যাগাজিন, ৩০টি গুলি । তারপরে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই দুই যুবক মালদা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জলঙ্গির সাহেবরামপুর এলাকায় ঘোরাঘুরি করছিল গোপনে খবর পেয়ে পাচার করার আগেই তাদের গ্রেফতার করা হয়। ধৃত যুবকদের নাম জানা যায় জয়প্রকাশ মন্ডল ও সুরোজ মন্ডল তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতদের আগামীকাল অর্থাৎ শনিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদনশীল বহরমপুর জেলা জজ আদালতের তোলা হবে বলে জানা যায়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে কোথায় পাচার করত ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *