ধর্ষণের মামলায় ২২বছরের সাজা ঘোষণা। সাজা ঘোষণা করেছে
ঝাড়গ্রাম আদালত। ২০২৩ সালের ধর্ষণের মামলায় অপূর্ব রুই দাসকে ২২ বছরের সাজা ঘোষণা করেছেন মহামান্য বিচারক এডিজি ২। ২০২৩ সালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে আত্মীয়র মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রাম মহিলা থানায়।
এর পরেই তাকে ভয় দেখিয়ে চুপ রাখা হয় বলে অভিযোগ। লোক লজ্জার ভয়ে ওই মহিলা কাউকে কিছু জানাননি। পর্বরতী সময়ে ঐ মহিলা গর্ভবতী হয়ে পড়লে বিষয়টা সামনে আসে। ধামা চাপা দিতে পরিবারের লোকজন গর্ভপাতের জন্য একটি বেসর্কারী নার্সিং হমে নিয়ে গেলে তার ক্রিটিকাল কন্ডিশন হয়ে পড়ে। তারপরেই তাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে হাসপাতাল নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এখানে ভর্তি হবার পরেই পরিবারের তরফ থেকে ঝাড়গ্রাম মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় ২৬/০৩/২৩ সালে। সেই ঘটনা আজ
ঝাড়গ্রাম থানা চার্জসিট ফাইল করে ১২/১১/২০২৩ সালে। চর্জ ফ্রেম হয় ২০/০২/২৪ সালে।শুনানি শুরু হয় ৮/০৭/২৪ অবশেষে আজ অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে, ২২বছরের সাজা ঘোষণা।
ধর্ষণের মামলায় ২২বছরের সাজা ঘোষণা
