মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ কে ‘ মৃত্যুকুম্ভ ‘ বলেছিলেন। ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে এই মহাকুম্ভ আদৌ কি ১৪৪ বছর পরে হচ্ছে। এই একই প্রশ্ন এবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “আমি এ ব্যাপারে অজ্ঞ। যারা বিশেষজ্ঞ তারা সঠিক তথ্যটা জানান।”
নবান্ন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি যতদূর জানি, ১২ বছর অন্তর মহাকুম্ভ হয়, পুরীর মন্দিরের নিমকাঠির মূর্তিও ১২ বছর অন্তর পাল্টানো হয়। এক জায়গায় এক এক রকম নিয়ম। যারা বলছেন ১৪৪ বছর কুম্ভ হচ্ছে, সেটা সঠিক নয়। একতরফা প্রচার করা হচ্ছে। যদি ভুল থাকে সংশোধন করে দেবেন। ১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে বা ১৪৪ বছর আগে কুম্ভ হয়েছিল, এ ব্যাপারে আমি অজ্ঞ। বিশেষজ্ঞ যারা আছেন তাদের অনুরোধ আপনারা গবেষণা করে সঠিক তথ্যটা জানান।”
মহাকুম্ভে প্রাণহানি হয়েছে অনেকের। অনেক অব্যবস্থার অভিযোগ উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক জায়গায় মানুষ মারা গিয়েছেন। পদপিষ্ট হয়েছেন অনেকে। যারা স্নান করছেন তাদের নিয়ে কিছু বলিনি আমি। তাদের প্রতি পূর্ণ সম্মান আছে। কে কোথায় যাবেন , কি খাবেন, কি করবেন, সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু বহু মানুষ স্বজন হারিয়েছেন।”