ছেলেকে খুন করলেন মা? সদ্যোজাত পুত্র সন্তানকে? মেরে ফেলার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের কান্দির সালার। ৫ মাসের পুত্র সন্তানকে নৃশংসভাবে মেরে ফেলার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। রবিবারের এই ঘটনা ঘটে শক্তিপুর থানার কাজিপাড়া গ্রামে। মৃত শিশুর নাম মুর সেলিম শেখ। কাজিপাড়া গ্রামেই মৃতের মামার বাড়িতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে দুপুরের দিকে মৃত শিশুর বাবার বাড়ির লোকজন দেহ নিয়ে বাড়িতে যান। সেখান থেকে ফের দেহ নিয়ে হাজির হয় সালার থানায়। পুলিস দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচবছর আগে তালিবপুর শেখপাড়ার বাসিন্দা রহিত শেখের সঙ্গে বিয়ে হয় কাজিপাড়ার ওই বধূর। কিন্তু বিয়ের ২ বছর পার হতেই সংসারে অশান্তি নেমে আসে। তখন থেকেই বেশিরভাগ সময় অভিযুক্ত মহিলা কাজিপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন বলে দাবি। এরই মধ্যে ওই দম্পত্তির একটি পুত্র সন্তান জন্ম নেয়। যার বয়স ৫ মাস। অভিযুক্তের শ্বশুরবাড়ির অভিযোগ, ওই মহিলা সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। এমনকি এবারের ইদেও শ্বশুরবাড়ি যাননি।
এদিকে এদিন দুপুরের দিকে মৃত শিশুর বাবার বাড়ির লোকজন কাজিপাড়া গ্রামের প্রতিবেশিদের কাছে শিশুর মৃত্যুর খবর পান। এরপর সেখানে পৌঁছন মৃত শিশুর কাকা, ঠাকুরম সহ অন্যান্যরা। সেখানে পৌঁছে তাঁরা অনুরোধ করে মৃত শিশুকে সঙ্গে করে তালিবপুর গ্রামে নিয়ে আসেন। সেখান থেকে ফের মৃত শিশু কোলে সালার থানায় পৌঁছন। পুলিস দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।
সালারে ৫মাসের পুত্র সন্তানকে গলা টিপে খুন!
