১৪ বছর পর নরেন্দ্র মোদির হাতে প্রতিজ্ঞা ভাঙলেন রামপাল, উপহারস্বরূপ পেলেন প্রধানমন্ত্রীর পাদুকা

Spread the love

প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না পর্যন্ত প্রধানমন্ত্রীর আসনে না বসবেন নরেন্দ্র মোদী, ততদিন পায়ে জুতো পড়বেন না। ১৪ বছর অক্ষরে অক্ষরে পালন করেছেন এই প্রতিজ্ঞা। এখনো তিনি খালি পায়ে ঘুরে বেড়ান।

১৪ বছর পর সৌভাগ্য হল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার। ভক্তের এই ভালোবাসায় প্রধানমন্ত্রী আপ্লুত। নিজের হাতে এসে এই ভক্তকে জুতো পরিয়ে দিলেন তিনি। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রামপাল কাশ্যপ নামে ঐ ব্যক্তি হরিয়ানার কাইথালের বাসিন্দা। আজ হরিয়ানার যমুনা নগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রামপালের কথা জানতে পারেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ করেন ভক্তের সঙ্গে। এক জোড়া জুতো উপহার দেন তিনি। শুধু উপহারই নন নিজের হাতে তা পরিয়েও দেন।

সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদি নিজেই রামপালের সঙ্গে ছবি পোস্ট করেন। রামপাল কে ধমক দেন যাতে ভবিষ্যতে এরকম কোন প্রতিজ্ঞা তিনি না করেন। সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রী লেখেন, “আজ তোমাকে জুতো পরিয়ে দিলাম। ভবিষ্যতে আর কখনো এইরকম প্রতিজ্ঞা করবে না। তোমার সামাজিক কাজ করা উচিত। কেন তুমি এমন কাজ করলে? নিজেকে কেন কষ্ট দিচ্ছ? আমি প্রধানমন্ত্রী হয়েছি আর আজকে তোমার সঙ্গে দেখা করার পরই উনি জুতো পরেছেন।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *