পহেলগাওঁয়ে ঘুরতে গিয়েছিলাম। স্ত্রী এবং ছেলের সঙ্গে। ফেরা হল না। বেহালার বাসিন্দা বিতান অধিকারী। কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান। কর্মসূত্রে ফ্লোরিডায় থাকেন। সূত্রের খবর, নববর্ষে বাড়ি এসেছিলেন। আগেই প্ল্যান ছিল কাশ্মীর ঘুরতে যাওয়ার। এই যাওয়াই হল শেষ যাওয়া। জঙ্গিদের গুলিতে নিহত কলকাতার বিতানের। বিতানের দাদা জানান, আমাকেও যেতে বলেছিল। আমি যাইনি। ওরাই ঘুরতে গিয়েছিল।
মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহত বিতান অধিকারীর বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, মুখ্যমন্ত্রী ফোনে নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগতের এক দম্পতি হানিমুনে কাশ্মীরে যান। বৈশরণেই ছিলেন তাঁরা। হামলার সময় একটি ধর্মীয় স্থলে ছিলেন। তাই একটুর জন্য বেঁচে গিয়েছেন।
কাশ্মীরে মৃত্যু বাঙালির। কলকাতার বাসিন্দার!
