আগামী ২৮ শে এপ্রিল থেকে সাতাশে মে পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল। রোজ রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে এই ব্রিজ। রাতের বেলা ওদিকে যেসব গাড়ি যাবে, সেগুলো ঘুরিয়ে পাক সার্কাস চার নম্বর ব্রিজ দিয়ে চালানো হবে। এই এক মাস সাইন্স সিটি থেকে পি টি এস গামী অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছর জানুয়ারি মাসেও এই ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছিল। একের পর এক দুর্ঘটনার পর পুলিশ বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারি মাসে রাত ১০ টার পর থেকে মা ফ্লাইওভারে বাইক চালানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
কলকাতার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ফ্লাইওভার বন্ধ থাকলে সাইন্স সিটি থেকে পিটিএসগামী গাড়ি গুলিকে ইএম বাইপাস,পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, নিউ পার্ক স্ট্রিট হয়ে এ জে সি বোস ফ্লাইওভার দিয়ে যাবে।