মেট গালা থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পাঞ্জাবি গায়ক দিলজিত দোসাঁঝ ও হলিউড পপ সিঙ্গার শাকিরা একই গাড়িতে।
দুজনেই সম্প্রতি মেট গালার রিট কার্পেটে হাটবার জন্য পৌঁছে গিয়েছেন নিউইয়র্ক। তৈরি হয়ে মিউজিয়ামে যাওয়ার সময় গাড়ি থেকে নামার আগেই ক্যামেরা অন করলেন শাকিরা।
ক্যামেরা দেখা গেল গাড়ির পেছনের সিটে বসে আছেন দিলজিত। ক্যামেরা অন করে শাকিরা বললেন ‘হায় ইন্ডিয়া’। ভক্তরা বেশ উচ্ছ্বসিত এই ভিডিও দেখে। তার শাকিরা ও ভিজিটের কোলাবও দেখতে চেয়েছেন। বাকি সময়ের অপেক্ষা