মুখ্যমন্ত্রীর সফরের পরেই সামসেরগঞ্জের বেতবোনা গ্রামে বসলো নতুন পুলিশ ক্যাম্প। এই প্রথম শুধুমাত্র একটি গ্রাম এলাকা নিয়ে সামসেরগঞ্জের বেতবোনা গ্রামে ক্যাম্প করলো জঙ্গিপুর পুলিশ জেলা। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে খবর, বেতবোনা পুলিশ ক্যাম্পে এই মুহূর্তে জরুরী ভিত্তিতে ছয় জন অফিসার নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয় আরও ১৯ জন ফোর্স সহ মোট ২৭ জন ফোর্স থাকছে ক্যাম্পে।সামসেরগঞ্জ থানার তত্বাবধানে থাকলেও বিশেষ ভাবে গ্রামের মানুষদের জন্যই খোলা হয়েছে এই পুলিশ ক্যাম্প। নবগঠিত বেদবোনা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ করা হয়েছে সাব ইন্সপেক্টর মিঠুন হালদারকে। মঙ্গলবার রাত থেকেই বেদবোনা গ্রামে শুরু হচ্ছে এই পুলিশ ক্যাম্প। স্থায়ীভাবে গ্রামে বসিয়ে দেওয়া হলো এই পুলিশ ক্যাম্প। উদ্বোধনী পর্বে মিষ্টি মুখ করানো হয় সকলকে। উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার সকালেই সামসেরগঞ্জে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা প্রদান করার পাশাপাশি তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন মানুষের সঙ্গে। ঠিক তারপরেই রাতেই জরুরী ভিত্তিতে বেতবোনা গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হলো প্রশাসনের পক্ষ থেকে।
সামসেরগঞ্জে নতুন পুলিশ ক্যাম্প!
