বুধবার। দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুরের সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের মকরামিচক এলকায় এক গৃহস্থের বাড়ি থেকে মহিলাদের অন্তর্বাস চুরি করে পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় বছর ২৪-র এক যুবক। হাতেনাতে পাকড়াও করার পরই ওই যুবককে গণধোলাই দিতে শুরু করেন এলাকাবাসী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টো-আড়াইটা নাগাদ বিষ্ণুপুর অঞ্চলের মকরামিচক এলাকায় একটি বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে ওই যুবক। তাকে কিছু একটা নিয়ে ছুটতে দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। ধাওয়া করে ধরে ফেলতেই চমকে ওঠেন সকলে। যুবকের হাতে মেয়েদের অন্তর্বাস! এরপরই যুবককে গণধোলাই দেওয়া শুরু করেন বাসিন্দারা। যদিও, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবং থানার পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
অন্তর্বাস চুরি করে পালাতে গিয়ে ধৃত!
