সাইকেলে করে ফেনসিডিল পাচার করতে গিয়ে পুলিশের হাতে ফেনসিডিল সহ গ্রেপ্তার এক যুবক ডোমকলে।
ডোমকলে আবারো ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। এবার কোনো বাড়ি কিংবা গাড়ি নয়। সাইকেলে করে ফেসিডিল নিয়ে যাবার পথে পুলিশের সন্দেহ হতেই তাকে পাকড়াও করে পুলিশ।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের সেখালিপাড়া এলাকায় হানা দেই পুলিশ। ঐ এলাকার মাঠে সন্দেহভাজন এক ব্যাক্তিকে সাইকেলে যাওয়া অবস্থায় আটক করে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় 400 বোতল নিশিদ্ধ কফ সিরাফ ফেনসিডিল। তারপরেই তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতের নাম আসাদুল ইসলাম। তার বাড়ি সাগরপাড়ার ধনিরামপুর কাজিপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, বক্সীপুর থেকে ডোমকল গামী সাইকেলে করে আসার পথেই তাকে আটক করা হয়। ফেনসিডিল পাওয়া গেলেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহষ্পতিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ। কোথায় থেকে ফেনসিডিল আনা হচ্ছিল। কোথায় যেত। তার তদ্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।