যাত্রীদের সুবিধার জন্য ডিজিটাইজেশন প্রচারে জোর রেলের। হল্ট স্টেশন গুলিতে যাত্রীদের সুবিধার্থে এম ইউ টি এস পরিষেবা দ্রুত চালু করার জন্য শুক্রবার বৈঠক করা হয় শিয়ালদহ ডিভিশনে। বৈশাখে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার শ্রী যশরাম মিনা। প্রত্যেকটি হল্ট স্টেশনে মোবাইল আনরিজার্ভড সিস্টেম ব্যবস্থা চালু করার জন্য ঠিকাদারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এই পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশনের তরফে। এর সাহায্যে ফিরে কোনও লাইন ছাড়াই যাত্রীরা নিজেদের মতো করে টিকিট কেটে নিতে পারবেন। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের মতে, এটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যাত্রী পরিষেবা প্রদানের একটি প্রগতিশীল পদক্ষেপ। শিয়ালদার বিভাগীয় রেল ব্যবস্থাপক শ্রী রাজীব সাক্সেনা মনে করেন এটি রেলের একটি আত্মবিশ্বাসী পদক্ষেপ। এর মাধ্যমে অসংরক্ষিত টিকিট সহজেই কেটে নিতে পারবেন যাত্রীরা। ফলে তাদের যাত্রা পথ আরো সহজ হবে।
শিয়ালদা ডিভিশনে এবার MUTS পরিষেবা
