সরকারি চাল আটা বাজারে বিক্রি! পুলিশি হানা গোডাউনে

Spread the love

রেশনের সরকারী আটা, চাল বেআইনিভাবে প্যাকেটজাত করে তা খোলা বাজারে বিক্রির অভিযোগে ডানকুনি থানার মৃগালা এলাকায় একটি গোডাউনে হানা চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও জেলা পরিষদের খাদ্য দফতরের। অভিযানে উদ্ধার কয়েকশো বস্তা আটা ও চালের বস্তা। ঘটনায় গোডাউনের মালিক শেখ জহিরউদ্দিন কে আটক করেছে পুলিশ।অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প লাগানো প্যাকেট ভর্তি আটা ও সরকারি চালের বস্তা জেলার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ডানকুনির একটি গোডাউনে আনা হতো। এরপর তা অন্য প্যাকেটে ভর্তি করে বিক্রির জন্য অন্যত্র বিক্রি করে দেওয়া হতো।বেআইনি এই ব্যবসার খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারদের সাথে নিয়ে যৌথভাবে তল্লাসী অভিযান করেন হুগলী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ।হুগলী জেলা পরিষদের খাদ্য কর্মাধক্ষ্য সামিম আহমেদ এর অভিযোগ, সদ্য তারিখ দেওয়া সরকারী চাল, আটার বস্তা মজুত ছিল গোডাউনে। আটার প্যাকেট কেটে অন্য প্যাকেটে ভর্তি করে অন্যত্র বিক্রি করা হতো। পাশাপাশি রেশনের চালের বস্তা কেটে তা অন্য বস্তায় ভরা হতো। সেই নতুন বস্তা বাজারে পাঠানো হতো অন্য নাম দিয়ে। দু বছর ধরে এই বেআইনি কাজ করা হচ্ছিল এই গোডাউন থেকে।অভিযুক্ত শেখ জহিরউদ্দিন এই কাজে যুক্ত থাকার কথা স্বীকার করে নেয়। হাওড়া, হুগলি সহ বিভিন্ন রেশন দোকান থেকে এগুলো সংগ্ৰহ করে, অন্য প্যাকেটে ভর্তি করে পুনরায় আবার খোলা বাজারে বিক্রি করে দেওয়া হতো।অভিযুক্তের এর আরো দাবি, কি করবো ? বেকার ছিলাম, কিছু তো করে খেতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *