নিজের মাটিতেই বন্দে ভারত! রাজ্যের জমি হস্তান্তরে মোক্ষম বার্তা কেন্দ্রকে

Spread the love

যা এতদিন ছিল দিল্লির শোভাবর্ধন, তাই এবার গড়ে উঠবে বাংলার মাটিতে! বন্দে ভারত ট্রেন—গতি, প্রযুক্তি আর আধুনিকতার প্রতীক—এবার তৈরি হবে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। রাজ্য সরকারের তরফে একেবারে স্পষ্ট বার্তা, বাংলা শুধু যাত্রী নয়, এবার রেল তৈরির হাব হিসেবেও সামনে আসবে।সেই লক্ষ্যে ১২৬ কোটি টাকার ৫০ একর জমি তুলে দেওয়া হল ভারতীয় রেলের হাতে। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে জমি হস্তান্তরের প্রক্রিয়া। শুধু তাই নয়, জমি বণ্টনকে ঘিরে যে প্রশাসনিক সমন্বয় দরকার ছিল, সেটিও ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ করেছে রাজ্য।এই প্রকল্প ঘিরে কর্মসংস্থান, শিল্প, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি—সবকিছুর সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু এর মধ্যেও রাজনীতির রং স্পষ্ট। কেন্দ্রীয় সরকারের নানা উদ্যোগে বাংলা ‘বাইপাস’ হচ্ছে বলে যে অভিযোগ ওঠে, তার কড়া জবাব যেন এই জমি হস্তান্তর।রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ভোটের আগে উন্নয়নের এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সাধারণ মানুষের দিক থেকে দেখলে—এই সিদ্ধান্ত বাংলার এক ঐতিহাসিক পালা বদলের সূচনা বই কিছু নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *