কলকাতা: সময়ের কাঁটা ঘোরে। যা যায়, তা নাকি ফিরেও আসে। কতটা ফিরে আসে তার হিসেব কেউ রাখে না। এই দেখুন বলিউড। সেই ২০০৭-এ বন্ধন ছিন্ন। বলিউডের চকলেট বয়ের সঙ্গে আবার ‘Jab We Met’ করিনা কাপুরের। তিনি এখন সৈফের বেগম। শাহিদ-ও মীরার রাজপুত। কিন্তু কেউই গীত আর আদিত্য নয়। শাহিদ কাপুর হলেও, করিনার কাপুরের সঙ্গে খান জুড়েছে।
সম্প্রতি দু’জনই দু’জনের সন্তানকে নিয়ে হাজির ছিলেন বার্ষিক অনুষ্ঠানে। শাহিদের ঠিক সামনের সারিতে বসে করিনা। করিনার মুখে চাপা হাসি। শাহিদের চোখ দেখেও দেখতে চাইছে না। কিন্তু নজর, সে তো বদলায় না। ১৭ বছর পরও না। ‘চুপ চুপ কে’ দেখেই ফেলল করিনাকে। আর রেড হ্যান্ড শাহিদ ধরা পড়লেন ক্যামেরায়।
সামাজিক মাধ্যমে হু হু করে ছবি শেয়ার হচ্ছে। লাইট-ক্যামেরার মাঝে বেরঙ হওয়া শিল্পীদের জীবনের ছবি চিরকালই রঙচঙে। তা নিয়ে চর্চাও হয় বহু। এই যেমন ঐশ্বর্য রাইয়ে নাম থেকে বচ্চন সরাতেই থরহরি-কম্পন শুরু হয়েছিল। আর ১৭ বছর আগে ভাঙা সম্পর্কের দু’টো মানুষ উড়তা পাঞ্জাবে এক হলেও, এত চর্চা বোধ হয় তখনও হয়নি।