রাস্তায় গিটার হাতে দাঁড়িয়ে যুবক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আসছিল দুই থেকে। হাত দিয়ে থামালেন দূর থেকেই। হাঁক দিলেন, ‘ দিদি একটা মিনিট তোমায় নিয়ে গান লিখেছি শুনে যাও।’ কথা ফেললেন না মমতা। রাস্তায় দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান গাইলেন যুবক। তা শুনলেন, গাল ভরা হাসি নিয়ে।
গানের মধ্যে রয়েছে সিঙ্গুর নন্দীগ্রাম, মমতাজ শিল্পী তুলনা করেছেন মাতঙ্গিনী নিবেদিতার সঙ্গে। রাস্তায় দাঁড়িয়ে এভাবে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী গান শোনেন, তবে জীবন ধন্য হওয়া ছাড়া কম কী! অনেকেই বলবেন, এ কি শাহরুখ খান শুনলেন। কিন্তু বিষয়টা ঠিক তা নয়। বিষয়টা হল যাকে নিয়ে শিল্প তৈরি, তাকে শোনানোর থেকে বড় পাওয়া যে কিছু হয় না, তা শিল্পী বোঝে।