INDIAN RAILWAY: টিকিটে জোর, শিয়ালদহ-বনগাঁ ডিভিশনে ব্যাপক কড়াকড়ি

Spread the love

টিকিট ছাড়া যাত্রা করা অপরাধ। কিন্তু এই অপরাধ প্রত্যেকদিনই করে চলেছেন বহু যাত্রী। এবার তৎপর রেল। ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশী রঞ্জন কুমারের নেতৃত্বে শিয়ালদহ এবং বনগাঁ ডিভিশনের মাঝে চলল টিকিট চেকিং। প্রতিনিধিত্বে ছিলেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।


প্রায় ৫৮৮ জনকে টিকিটবিহীন যাত্রায় হাতে নাতে ধরা হয়েছে। শুধু টিকিটই নয়, বড় লাগেজ-ও টিকিট ছাড়াই নিয়ে যাত্রা করছিলেন অনেকে। ১,৫৭,৭৫৫ হাজার টাকা মোট জরিমানা হিসেবে সংগ্রহ করা হয়েছে।
যাত্রীদের শিখতে হবে, আইনি যাতায়াত। রেলে এখন UTS এর মাধ্যমেও টিকিট কাটার সুব্যবস্থা রয়েছে। শিয়ালদা ডিভিশন যাত্রীদের সুষ্ঠু পরিষেবা প্রদান করে। তার প্রতি কৃতজ্ঞতা বোধ রেখেই টিকিট কাটা উচিত যাত্রীদের। এই টাকা রেলের উন্নয়নের খাতেই ব্যয় করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *