ইরানের বিমানবন্দরে একজন সাহসিনী মহিলা এক ব্যক্তিকে যোগ্য জবাব দিয়েছেন।
হিজাব পড়া নিয়ে ইরানে আগেই বিতর্ক সৃষ্টি হয়েছে। এক ধর্মীয় নেতার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই সাহসিনী মহিলা। যার মাথায় হিজাব ছিল না।
তারপরে সেই ধর্মীয় নেতার মাথা থেকে পাগড়ি খুলে নিজের মাথায় হিজাবের মত জড়িয়ে নেন তিনি এবং বলে ওঠেন,’ এবার আমাকে অসম্মান করবেন’?
এক ইসলাম ধর্মাবলম্বীকে বিমানবন্দরে যোগ্য জবাব দিয়েছেন ওই মহিলা। জানিয়েছেন মহিলার মানসিক সমস্যা রয়েছে। তবে কি হয়েছিল তা এখনো স্পষ্ট নয় ।
ঘটনাটি ঘটেছে ইরানের মেহরাবাদে বিমানবন্দরে। তবে কখন ঘটেছে তা স্পষ্ট নয় । নাভিদ মোহেব্বি নামে এক ব্যক্তি ভিডিও পোস্ট করে লিখেছেন ইরানে এক ইসলাম ব্যক্তির মুখোমুখি এক সাহসিনী। এক মহিলা রেগেমেগে ওই ব্যক্তি পাগড়ী খুলে নিজের মাথায় জড়িয়ে নেন। আমার মাথায় হিজাব ছিল না।
সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে ওই মহিলা হিজাব পরেননি বলে তাকে হেনস্থা করেছিলেন ওই ধর্মীয় নেতা যদিও ইরানের ইসলামিক রেবেলেশনারি গার্ড কোর দাবী করেছে মহিলার সঙ্গে ঝামেলার কারণ হিজাব নয় তার মানসিক সমস্যা রয়েছে