নিজস্ব সংবাদ দাতা : মিড-ডে মিলে পড়েছিল মরা টিকটিকি। খাওয়ার সময় এক পড়ুয়ার থালাতে তা লক্ষ্য করা যায়। এই ঘটনার পর পরেই অসুস্থ হয়ে পড়ে অসংখ্য পড়ুয়া। পেটে ব্যাথা, বমির উপসর্গ নিয়ে চার পড়ুয়াকে ভর্তি করা হয়েছে ব্লক হাসপাতালে। বাকিদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাতেই স্থানীয় হাসপাতালে মেডিক্যাল টিম পৌঁছায়। শুক্রবার বিকেল থেকে এই ঘটনা ঘিরে রীতিমত আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনিতে। আতঙ্ক দূর করতে রাতেই এলাকায় মাইকিং করা হয়। মিড-ডে মিল খাওয়া পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। ব্লক প্রশাসন, পুলিশ ও ব্লক মেডিক্যাল অফিসার পুরো ঘটনার ওপর সর্বদা নজর রাখছে। ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। স্থানীয় মৌসুনি কো-অপারেটিভ হাইস্কুলে মিড-ডে মিল খাওয়ানো হচ্ছিল। সেই সময় এক পড়ুয়ার থালায় খাবারের সঙ্গে মরা টিকটিকি দেখতে পায়। ওই পড়ুয়া ভারপ্রাপ্ত শিক্ষককে বিষয়টি জানায়। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ মিড-ডে মিল খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে প্রায় ৫০ জন পড়ুয়ার মিড-ডে মিল খাওয়া শেষ হয়ে গেছিল। টিকটিকির কথা চাউর হতেই পড়ুয়াদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেটে ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয় অনেকের। স্থানীয় এক চিকিৎসককে ডাকা হয়। কিন্তু অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। ৪ জনকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়। বাকিদের জন্য মেডিক্যাল টিম পাঠানো হয়। মিড-ডে মিলে মরা টিকটিকি পড়ার কথা স্বীকার করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।