শিয়ালদহ রাজাবাজার এলাকায় 90টি কার্তুজ ও কয়েকটি সয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করল STF কলকাতা পুলিশ।

Spread the love

নিউজ ডেস্ক : কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স এর আবার বড়সড় সাফল্য। বেশ কিছুদিন ধরে গোয়েন্দাদের কাছে খবর আসছিল যে, শিয়ালদা এলাকায় অস্ত্র কেনাবেচার মত ঘটনা ঘটছে। সূত্র মারফত খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা নজরদারি চালাতে থাকে।
আজ সন্ধ্যাবেলায় কলকাতার রাজাবাজারের ,১২/৪পাটোয়ার বাগান লেনে একটি ডেরাতে হানা দিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করে টাস্ক ফোর্সের গোয়েন্দারা। ওই ঠিকানায় বাড়ি ভাড়া নিয়ে থাকত মোহাম্মদ ইসরাইল খান নামে এক ব্যক্তি। তার বাড়ি ঝাড়খন্ডের , ছাত্র জেলাতে। শিয়ালদহ বৈঠকখানা রোডের ওই ডেরা থেকে পুলিশ তিনটি সিঙ্গেল শ’টার, দুটি সেভেন এম এম সেমি অটোমেটিক পিস্তল ।৫০ রাউন্ড ৯এম এম পিস্তলের গুলি এবং আরো ৪০ টি ৭.৬ এমএম কার্তুজ উদ্ধার করে। পুলিশ ইসরাইল গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
তবে শহর কলকাতায় আবার কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *